শিল্পী সমিতির নির্বাচনে পরীমনি

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমনি।
নায়ক সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মঙ্গলবার রাতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে প্রার্থী হিসেবে সই করেছেন পরীমনি।
সাইমন বলেন, 'গতরাতে আমাদের ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে কার্যকরী সদস্য পদে নির্বাচন করার জন্য পরীমনি সই করেছেন।'
পরীমনি সম্প্রতি মা হওয়ার খবর দিয়েছেন। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন তিনি।
পরীমনি চলচ্চিত্র শিল্পীদের কাছে প্রিয় এক নাম। শিল্পীদের নানা সমস্যায় পাশে থাকেন, ঈদ-পূজায় তাকে দেখা যায় উপহার ও অর্থ সাহায্য নিয়ে শিল্পীদের সঙ্গে উৎসব পালন করতে৷
অভিনয়ে আসার পর থেকেই প্রতি বছর কোরবানি ঈদে ক্যারিয়ারের বয়স অনুযায়ী গরু কোরবানি দিয়ে আসছেন পরীমনি। শিল্পীদের অনেকেই পরীমনির নির্বাচনে খবরে আনন্দিত হয়েছেন।
Comments