শিল্পী সমিতির নির্বাচন: কার বিপরীতে কে লড়ছেন

মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরা। ছবি: জাহিদ আকবর/স্টার

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। আজ বুধবার বিকেলে দুই প্যানেলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উৎসবের আমেজে প্রথমে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরা। তাদের পরে ব্যান্ড বাজিয়ে উৎসব মুখর পরিবেশে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল মনোনয়নপত্র জমা দেন।

শিল্পী সমিতির এই নির্বাচনে কার বিপরীতে কে লড়ছেন এক নজরে দেখে নেওয়া যাক।

ব্যান্ড বাজিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। ছবি: জাহিদ আকবর/স্টার

এখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গত ২ মেয়াদের সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে নিপুণের লড়াই জমবে জায়েদ খানের সঙ্গে।

এছাড়া কাঞ্চন-নিপুণ প্যানেলে সহসভাপতি পদে রিয়াজ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নীরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান নির্বাচন করবেন।

এই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করবেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরী মণি, গাঙ্গুয়া, সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জে কে আলমগির, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে লড়বেন ফরহাদ।

কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago