শুক্রবার বাসায় ফিরবেন সোহেল রানা

স্বনামধন্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক বীর মুক্তিযোদ্ধা সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে ৬ জানুয়ারি রাতে তাকে কেবিনে আনা হয়। আগামীকাল শুক্রবার দুপুরে তিনি বাসায় ফিরবেন।
সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আব্বুর অবস্থা আগের চেয়ে ভালো। ইতোমধ্যে তিনি করোনা মুক্ত হয়েছেন। চিকিৎসকরা বলেছেন যে তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতায় ভুগছেন। এই সময়ে অন্য যে কোনো রোগ হলে বড় ক্ষতি হবে। তাকে এখন হাসপাতালে না রেখে বাসায় রেখে চিকিৎসা দিলে ভালো হবে। যদিও আব্বুর হাসপাতালে থাকা উচিত।'
'সবদিক বিবেচনা করে আব্বুকে কাল বাসায় নিয়ে যাব। পুরোপুরি সুস্থ হতে তার আরও সময় লাগবে। সবাই দোয়া করবেন,' বলেন মাশরুর।
গত ২৫ ডিসেম্বর রাতে সোহেল রানাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির আগে জ্বর ও কাশি ছিল। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা 'ওরা ১১ জন' প্রযোজনা করে সোহেল রানা প্রশংসিত হন। ১৯৭৩ সালে রূপালি পর্দার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর অনেক কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন বাংলাদেশি সিনেমার খ্যাতিমান এই নায়ক।
সর্বশেষ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন।
Comments