১ হাজার ১ টাকার সিয়াম

প্রায় ৩ বছর পর আবার জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। ২০১৭ সালে এই প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় তার।
আজ বুধবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, তাদের নতুন প্রযোজনা 'রাস্তা' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম।
এই সিনেমায় অভিনয়ের জন্য মাত্র ১ হাজার ১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। 'রাস্তা' সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি।
সিয়াম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু এই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা দিয়েই আমার শুভযাত্রা হয়েছিল। আমার ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির কিছু নিয়মের কারণে ১ হাজার ১ টাকা নিয়েছি।'
তিনি আরও বলেন, 'এই পরিচালকের সিনেমা দিয়ে আমার অভিষেক হয়েছিল। তাই সিনেমার গল্প, চরিত্র নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, বোঝার চেষ্টা করে যুক্ত হয়েছি সিনেমাটার সঙ্গে। প্রযোজনা প্রতিষ্ঠানটি আবার নিয়মিত সিনেমা বানাক এটা আশা করি।'
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত 'পোড়ামন ২' সিনেমার মাধ্যমে ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় সিয়াম আহমেদের। একই প্রযোজনা প্রতিষ্ঠানের 'দহন' সিনেমায় অভিনয় করে শক্ত অবস্থানে আসেন এই চিত্রনায়ক। মাঝখানে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত কয়েকটি সিনেমা।
Comments