নওশীন-হিল্লোলের ঘর আলো করে এলো মাহভীশা

নবজাতক মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে নওশীন নাহরিন মৌ ও আদনান ফারুক হিল্লোল। ছবি: সংগৃহীত

তারকা জুটি নওশীন নাহরিন মৌ ও আদনান ফারুক হিল্লোল কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। তাদের মেয়ের নাম রাখা হয়েছে মাহভীশা আদনান সৈয়দা।

আদনান ফারুক হিল্লোল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

নওশীন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আমাদের শিশু কন্যার জন্ম ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে। উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে জন্ম নিয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি৷'

বর্তমানে নিউইয়র্কে স্থায়ীভাবে বাস করছেন এই তারকা জুটি।

Comments

The Daily Star  | English
Starlink logo

Yunus approves Starlink's licence in Bangladesh

Bangladesh is the second country in South Asia, after Sri Lanka, to welcome Starlink

34m ago