নাটকের মেহজাবিন গানের বিচারক

টিভি নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী এবার একটি গানের প্রতিযোগিতায় বিচারক হয়েছেন। 'স্কয়ার সুরের সেরা' নামের একটি প্রতিযোগিতায় 'ভালোবাসার গানের' পর্বের বিচারক হিসেবে থাকবেন তিনি।
অনুষ্ঠানটি ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। আজ বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকছেন সুরকার ও সংগীত শিল্পী এস আই টুটুল, সংগীত শিল্পী ও স্থপতি রুমানা ইসলাম, সংগীত পরিচালক ও সংগীত শিল্পী পিন্টু ঘোষ। এ ছাড়া অতিথি বিচারক হিসেবে থাকবেন মেহজাবিন চৌধুরী।

এ বিষয়ে মেহজাবিন বলেন, 'একটি গ্রুপ অফ কোম্পানিজের কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো'র ভাবনাটিই অভিনব। আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো'য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এত ভালো প্রতিযোগী একটি কোম্পানিতে রয়েছেন, ভাবা যায় না। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।'

আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। উপস্থাপনায় থাকছেন মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার।
'স্কয়ার সুরের সেরা' অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে।
Comments