‘অন্যায় দেখে প্রতিবাদ না করে চুপ থাকাটাও আমার কাছে অন্যায় মনে হয়’

বিশ্ব নারী দিবসে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার একান্ত ভাবনার কথা ভাগাভাগি করেছেন ডেইলি স্টারের সঙ্গে।
মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশ্ব নারী দিবসে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার একান্ত ভাবনার কথা ভাগাভাগি করেছেন ডেইলি স্টারের সঙ্গে।

মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একজন নারী হিসেবে মিডিয়ায় কাজ করতে গিয়ে পরিবারের কতটা সহযোগিতা পেয়েছেন?

নারী হয়ে ভিন্ন একটা রুটে হাঁটতে পেরেছি সেটি আমার পরিবারের সহযোগিতা ছিল বলেই সম্ভব হয়েছে। আজ থেকে ১২ বছর আগে যা খুব সহজ ছিল না। আমার পরিবার আমার ওপর বিশ্বাস রেখেছে। সেই কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছি।

মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রতিদিন নারীর ওপর অনেক নির্যাতনের ঘটনার কথা শোনা যায়। একজন নারী হিসেবে এটা কীভাবে দেখেন?

হয়তো আমার সঙ্গে খারাপ কিছু ঘটেনি। কিন্তু প্রতিদিন পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে নারীর সঙ্গে অনেক খারাপ ঘটনা ঘটছে। এসব দেখে প্রতিবাদ না করে চুপ থাকাটাও আমার কাছে অন্যায় মনে হয়। পাশের জনের কিছু হলে তার পাশে দাঁড়াতে হবে, এটা আমি বিশ্বাস করি। যদি কেউ সত্যিই বিপদে পড়ে, অবশ্যই তার পাশে দাঁড়াবো। সেটা নারী-পুরুষ যে কেউ হতে পারে। নারী-পুরুষ আলাদা করতে চাই না।

মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নারী দিবস নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কী?

আমরা যদি মন থেকে বিশ্বাস করা শুরু করি, নারী ও পুরুষ আলাদা কিছু না, তারা সমান, একে অপরকে ছাড়া থাকতে পারবে না, তাদের ছাড়া পৃথিবী চলবে না তাহলে আর আলাদা করে নারী দিবস উদযাপন করতে হবে না।

এই চিন্তা আসেনি বলেই আলাদা একটা দিন উদযাপিত হচ্ছে। চোখে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে, নারীদের আপনারা সম্মান দেন, তাদের অধিকার দেন। বলতে হচ্ছে নারীদের কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে আপনারা ঠকাবেন না। তাদের ত্যাগগুলো বোঝেন। এই যে বোঝাতে হচ্ছে, সেটার দরকার হতো না যদি নারী কিংবা পুরুষ ভেতর থেকে পরিবর্তন হয়ে যেতো। তখন আলাদা করে কোনো দিবস করতে হবে না।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

4h ago