‘ইচ্ছে আছে নিয়মিত নাটক লেখার’

নতুন প্রজন্মের অন্যতম অভিনয় শিল্পী মেহজাবীন। জনপ্রিয়তার সঙ্গে তার ব্যস্ততাও চোখে পড়ার মতো। সম্প্রতি তিনি আত্মপ্রকাশ করেছেন নাট্যকার হিসেবে।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত 'আলো' নাটকের গল্প লিখেছেন মেহজাবীন।
মেহজাবীনের লেখা নাটকটি একজন নারী ট্রাফিক পুলিশকে নিয়ে। দর্শকের পাশাপাশি নাটকটির গল্প পুলিশ সদস্যদেরও মন ছুঁয়ে গেছে।
যার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন মেহজাবীন ও মাহমুদুর রহমান হিমিকে।
মেহজাবীন আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এতদিন অভিনেত্রী হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি। আলো নাটকটির গল্প লেখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মাননা ক্রেস্ট পেলাম। ভীষণ ভালো লাগছে। সবার ভালোবাসায় আমি অভিভূত।'
মেহজাবীন আরও বলেন, 'পুরস্কার পাব বা সম্মাননা পাব, এমন কিছুই ভাবিনি নাটকটি লেখার সময়। একটি মানবিক গল্প লিখতে চেয়েছিলাম, যা মানুষকে ছুঁয়ে যাবে।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইচ্ছে আছে নিয়মিত নাটক লেখার। অবশ্য আরও আগে আমার গল্প ভাবনা থেকে নাটক হয়েছে। কিন্তু পুরোপুরি নাটকের জন্য গল্প লেখা এবারই প্রথম।'
আজ নতুন একটি নাটকের শুটিং করেছেন মেহজাবীন। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন আফরান নিশো।
নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত নাটকটি নিয়ে মেহজাবীন বলেন, 'নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নিশো আর আমি এখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। নিশোকে দেখা যাবে উবার চালকের ভূমিকায়। এর গল্পটাও অন্যরকম।'
Comments