ঈদের টেলিফিল্মে আফজাল হোসেন
টেলিভিশন নাটকের একসময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। অনেকেই তাকে বলেন চির সবুজ অভিনেতা।
অসংখ্য জনপ্রিয় নাটকের এই অভিনেতা এখন অভিনয় করেন খুবই কম। কেবল মাত্র বিশেষ কোনো নাটকে।
এবারের ঈদের একটি টেলিফিল্মে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ।
‘মনের আড়ালে মন’ নামের এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী।
সাম্প্রতিক প্রেমের বহুমাত্রিক উপস্থাপনা রয়েছে এই টেলিফিল্মে। এর পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী বলেন, ‘আফজাল হোসেনকে নিয়ে এক বছর আগে একটি কাজ করেছিলাম। এবার এটা করলাম। কাজটির মধ্যে ভিন্নতা আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছাড়াও এতে অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, তুষার খান প্রমুখ।
নতুন এই টেলিফিল্ম ছাড়াও আফজাল হোসেন অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান নামের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন মোস্তাফা সরোয়ার ফারুকী।
আফজাল হোসেন নতুন একটি সিনেমা পরিচালনার কাজও শুরু করেছেন। সিনেমার নাম ‘মানিকের লাল কাকড়া’।
Comments