‘এক বৈশাখে’ কী দেখা হবে নিশো-তিশার
আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত পহেলা বৈশাখের বিশেষ নাটক 'এক বৈশাখে' প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায়।
সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এই নাটকে আরও অভিনয় করেছেন আঁচল, প্রিয়ন্তীসহ অনেকেই। নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার ছেলে পলাশ ব্যাংকের চাকরি নিয়ে মফস্বল শহরে থাকেন। তার একমাত্র বিনোদনের মাধ্যম ফেসবুক। সেখানেই নীলিমার সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে পলাশ আর নীলিমার ভার্চুয়াল সম্পর্ক এগিয়ে যায়।
তারা ঠিক করে পহেলা বৈশাখে দেখা করবে ঢাকার চারুকলার সামনে। নীলিমা যথাসময়ে পলাশের জন্য পাঞ্জাবী আর ফুল নিয়ে হাজির। সময় গড়িয়ে গেলেও পলাশের দেখা পায় না, ফেসবুকেও সে অফ লাইনে। দীর্ঘ অপেক্ষার পর সে চলে যায়। নীলিমা চলে যাওয়ার কিছুসময় পরই চারুকলায় পলাশ এসে দেখে নীলিমা সেখানে নেই।
শেষ পর্যন্ত তাদের দেখা হবে কি না তা নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।
Comments