ছবিতে অপূর্বর বিয়ে

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আজ বিয়ের পিঁড়িতে বসেছেন আমেরিকা প্রবাসী শাম্মার সঙ্গে। শাম্মা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন। অপূর্ব পারিবারিকভাবে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা চলছে।

অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন। পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছে। পরিবারের সবার ভালোলাগাকে গুরুত্ব দিয়েছি। বাকী কথা অন্য কোনদিন বলব। আমাদের সবাই ভালোবাসায় রাখবেন।'
Comments