নাটকে নতুন জুটি অপূর্ব-নাজিবা

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অনেক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়েছেন, অনেক জুটি দর্শকপ্রিয়ও হয়েছে। এবার নাজিবা বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন অপূর্ব।
জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিবা বাশার। ছবি: সংগৃহীত

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অনেক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়েছেন, অনেক জুটি দর্শকপ্রিয়ও হয়েছে। এবার নাজিবা বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন অপূর্ব।

শিহাব শাহীন পরিচালিত 'যোদ্ধা' নাটকে দেখা যাবে নতুন এই জুটিকে। মুক্তিযুদ্ধ ও করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপূর্ব।

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, 'আমার কাছে নাটকের গল্প খুবই পছন্দ হয়েছে। ২টি গল্পকে একসঙ্গে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ কমই আসে।'

নাজিবা বাশার বলেন, 'এর আগেও অপূর্বর সঙ্গে অভিনয় করেছি। তবে এই প্রথম নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করেছি। জুটি হয়ে এটা প্রথম নাটক আমাদের।'

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনটিভিতে দেখানো হবে নাটকটি।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago