'পর্দার আড়ালে'

নুসরাত ফারিয়া ও ইয়াশ রোহান জুটি হয়ে প্রথমবার 'পর্দার আড়ালে' ওয়েব ফিল্মে অভিনয় করবেন।
এই ওয়েব ফিল্মের গল্পকার ও পরিচালক পারভেজ আমিন। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।
এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, 'বছরের শুরুতেই ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।'
ইয়াশ রোহান বলেন, 'গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। এটা সারপ্রাইজ হিসেবে রাখছি। তবে, দর্শকের প্রত্যাশা পূরণ হবে এটুকু বলতে পারি।'
পরিচালক পারভেজ আমিন বলেন, 'এ মাসে থেকেই ঢাকার বিভিন্ন লোকেশনে ওয়েব ফিল্মটির দৃশ্য ধারণ শুরু হবে।'
Comments