প্রভার ‘সেই রাতেও ছিল পূর্ণিমা’

গভীর রাতে কারো কান্না আর নুপূরের শব্দ শুনতে পায় রেশাদ। এরই মধ্যে তার সামনে এসে দাঁড়ায় কঙ্কাবতী। শোনায় তার মৃত্যুর গল্প।
প্রভা অভিনীত 'সেই রাতেও ছিল পূর্ণিমা' নাটকটি এমনই গল্প নিয়ে তৈরি। আজ রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, অলংকার চৌধুরী, আনিক হাসান, পলক রহমান প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, অফিসের কাজে রেশাদ ঢাকার বাইরে একটি গেস্ট হাউসে ওঠে। একদিন রাত জেগে কাজ করতে করতে শুনতে পায় কারো কান্না আর নুপূরের শব্দ। রেশাদ কিছু বুঝে উঠতে পারে না। এরই মধ্যে সিঁদুর পরা একটি মেয়ে প্রদীপ হাতে তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটির নাম কঙ্কাবতী।
সে রেশাদকে গান গেয়ে শোনায়, পূর্ণিমা রাতে ছাদে যাওয়ার নিমন্ত্রণ জানায়। সে তার জীবনের গল্প শোনায়—কীভাবে তার স্বামী অরবিন্দ তাকে ধোকা দিয়েছে, কীভাবে দিনের পর দিন মারিয়া গোমেজ নামের এক মেয়ের সঙ্গে লুকিয়ে সম্পর্ক গড়ে তুলেছে। আর তারই জেরে আত্মহত্যা করেছে কঙ্কাবতী।
Comments