‘ব্যাচেলর পয়েন্ট ৪’ আসছে
কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক 'ব্যাচেলর পয়েন্ট' এর চতুর্থ সিজন আসছে।
নাটকটির তৃতীয় সিজন শেষ হয়েছিল গত ১৩ এপ্রিল। আগামী জানুয়ারি থেকে এর চতুর্থ সিজন প্রচারিত হবে।
দ্য ডেইলি স্টারকে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, জানুয়ারি থেকে নাটকটির প্রচার শুরু হবে। তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি।
গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে '৪' লিখে 'ব্যাচেলর পয়েন্ট' নাটকের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই স্ট্যাটাস দেন।
নাটকটির বিভিন্ন সিজনে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, চাষি আলম, শিমুলসহ অনেকেই।
Comments