বড়দিনের নির্বাচিত নাটক

‘এই মায়া’ টেলিফিল্মের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বড়দিন উপলক্ষে আজ বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে বেশকিছু নাটক। সেখান থেকে নির্বাচিত কয়েকটি নাটক নিয়ে এই আয়োজন।

আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম 'এই মায়া'। এর রচয়িতা শাহরিয়ার নাজিম জয়, পরিচালক চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, শ্রাবস্তী দত্ত তিন্নি।

আনন্দধ্বনি নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটক 'আনন্দধ্বনি'। এটি রচনা করেছেন আপেল মাহমুদ, পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা।

রাত ৯টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে 'ক্ষমা'। মহিউদ্দিন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক।

রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে নাটক 'সমীকরণ'। এর রচয়িতা রোহান আহমেদ রুবেল, পরিচালনায় হানিফ খান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম, তারিক স্বপন।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

6h ago