ভালোবাসার দিনে ভালোবাসার নাটক

বিশ্ব ভালোবাসা দিবস আজ। ভালোবাসার এই দিনে ভালোবাসার নানা গল্প নিয়ে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বেশকিছু নাটক।
আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক 'ঋণ। সাজিন আহমেদ বাবু ও তুহিন হোসেনের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ, পঙ্কজ মজুমদার ও রাঙামাটির স্থানীয় শিল্পীরা।

আরটিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক 'লাফ'। মিজানুর রহমান আরিয়ান পরিচালনায় এই নাটকে অভিনয় আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।
আরটিভিতে আজ রাত ১০ টায় প্রচারিত হবে নাটক 'প্রেমিক নাম্বার ওয়ান'। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ।
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে শাফায়েত মনসুর রানার শর্টফিল্ম সিরিজ। 'কে কখন কিভাবে' শিরোনামের এই সিরিজে 'হট প্যাটিস', 'ব্ল্যাক বক্স', 'অপ্রকাশিত' নামের ৩টি ভিন্ন ভিন্ন গল্প থাকছে। এই সিরিজে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি।

এটিএন বাংলায় আজ রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক 'ভালোবেসে যাই'। মঞ্জুর মরুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, শিরিন আলম, ফারহান আহমেদ জোভান, সাফা কবির।

এ ছাড়া, কাজল আরেফিন অমি পরিচালিত ভালোবাসা দিবসের নাটক 'দই' আজ দুপুর ২টায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শিমুল, তামিম মৃধা, পাভেল, বাচ্চু।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'কাজল' নাটকে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, তারিক আনাম খান, মিলি বাশার ও অপ্সরা। 'সিনেমাওয়ালা' ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।

Comments