মোশাররফ-মাহির ‘ড্রাইভার’

মুক্তির অপেক্ষায় মোশাররফ করিম, মাহিয়া মাহি ও আরেফিন জিলানী অভিনীত ওয়েব সিরিজ 'ড্রাইভার'। ইতোমধ্যে সিরিজটি নিয়ে প্রচারণা শুরু হয়েছে।
পরিচালক ইফতেখার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ড্রাইভার' ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। ইতোমধ্যে এর প্রচারণা শুরু হয়ে গেছে। তিন পর্বের এই সিরিজটি চলতি মাসেই মুক্তি পাবে। গত বছর নভেম্বরে ধামরাইয়ে শুটিং হয়েছে। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবে।
অভিনেতা মোশাররফ করিম এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এর আগে তিনি 'মহানগর' ওয়েব সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।
ইফতেখার চৌধুরী আরও বলেন, 'বেশ কয়েক বছর আগে মোশাররফ করিমের সঙ্গে একটি কাজ করার কথা হয়েছিল। তখন হয়নি, সেই কাজটা শেষ পর্যন্ত করেছি।'
অন্যদিকে মাহিয়া মাহিও প্রথম আলোচনায় আসেন ইফতেখার চৌধুরীর 'অগ্নি' সিনেমার মাধ্যমে। পরিচালকের আশা, এবারও দর্শকরা দারুণ কিছু পাবে।
Comments