রবীন্দ্র বাউল আফজাল হোসেন

খ্যাতিমান নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় নতুন একটি নাটক নির্মিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প অবলম্বনে নাটকটির শুটিং শেষ হয়েছে।
ঢাকার কাছে কলাতিয়া গ্রামে এর দৃশ্যধারণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের পরিচিত মুখ আফজাল হোসেন। তাকে রবীন্দ্র বাউল চরিত্রে দেখা যাবে।
আজ সোমবার দুপুরে সৈয়দ সালাহউদ্দিন জাকী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মূল গল্পে রবীন্দ্র বাউল চরিত্রটি নেই। চিত্রনাট্যর প্রয়োজনে রবীন্দ্র বাউল চরিত্রটি যোগ করা হয়েছে। আফজাল হোসেন এই চরিত্রে দারুণ অভিনয় করেছেন।'
অভিনেতা আফজাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সৈয়দ সালাহউদ্দিন জাকীর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তার কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর কাজটি করতে রাজি হয়ে যাই। রবীন্দ্র
বাউল চরিত্রে অভিনয় করতে পেরে অন্যরকমের অনুভূতি হয়েছে।'
সৈয়দ সালাহউদ্দিন জাকী নাটকটির নামকরণ করেছেন 'যা হারিয়ে যায়'।
এই নাটকে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করেছেন গাজী নূর, রতন চরিত্রে ঝিলিক জান্নাত। এছাড়া আরও অভিনয় করেছেন- তুষার খান, মাসুম বাশার প্রমুখ।
সৈয়দ সালাহউদ্দিন জাকী আরও বলেন, 'আফজাল হোসেনকে একতারা হাতে গান করতে দেখা যাবে। ভিন্নতা আনতে এই প্রচেষ্টা।'
উল্লেখ্য, আফজাল হোসেনকে টিভি নাটকে কম দেখা গেলেও বিশেষ নাটকে তাকে অভিনয় করতে দেখা যায়। গত ঈদুল আযহার সময়ে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন তিনি।
Comments