হানিফ সংকেতের 'রটে বটে-ঘটে না'

প্রতিবারের মত এবারও ঈদে নতুন নাটক নিয়ে আসছেন হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’।
'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রতিবারের মত এবারও ঈদে নতুন নাটক নিয়ে আসছেন হানিফ সংকেত। নাটকের নাম 'রটে বটে-ঘটে না'।

প্রতি বছর ২ ঈদে ২টি নাটক নির্মাণ করেন তিনি। তার নাটকে থাকে পারিবারিক ও সামাজিক চিত্র।

এবারের ঈদের নাটক বিষয়ে হানিফ সংকেত দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমসাময়িক এই নাটকের বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে।'

এসব ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটক 'রটে বটে-ঘটে না' এর গল্প।

'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

একটি পরিবারের সদস্যদের বিভিন্ন অভিজ্ঞতাকে কেন্দ্র করে এই পারিবারিক গল্পটির কাহিনী এগিয়েছে।

'এখানে মা-বাবা, ভাই-বোন, দুলাভাইয়ের মতো পরিবারের প্রিয় চরিত্রগুলো রয়েছে', যোগ করেন দেশবরেণ্য উপস্থাপক হানিফ সংকেত।

'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
'রটে বটে-ঘটে না' নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ঈদের নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দিপা ও নজরুল ইসলামসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন স্বয়ং হানিফ সংকেত।  ঈদের দিন রাত পৌনে ৯টায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।

 

Comments