নিশো-ফারিণের 'সিন্ডিকেট’

গত জুলাই মাসে শিহাব শাহীন পরিচালিত 'মরীচিকা' ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছিলেন আফরান নিশো। এবার একই পরিচালকের 'সিন্ডিকেট' নামের আরেকটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এতে তার বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ।
পরিচালক শিহাব শাহীন আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরীচিকা সিরিজের পর এবার নতুন একটি সিরিজ করতে যাচ্ছি। নাম ''সিন্ডিকেট''। এটা ক্রাইম থ্রিলার ঘরানার। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি এই ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে।'
তিনি আরও বলেন, 'সিন্ডিকেট শব্দটাই নেগেটিভ। যেটার পেছনে থাকে দুর্নীতি। এখানে দেশের অর্থনীতির দুর্নীতির গল্প উঠে আসবে।'
তাসনিয়া ফারিণ বলেন, 'ওটিটি প্লাটফর্মে এখন পর্যন্ত যে কয়েকটা কাজ করেছি, সেগুলোতে অনেক ভালো সাড়া পেয়েছি। খুব সিলেক্টিভ কাজগুলোই করছি। সিন্ডিকেট সিরিজটিও চমৎকার।'
Comments