প্রীতিলতা লুক
ঠিক ঈদের আগেরদিন প্রকাশ্যে এলো পরীমনি অভিনীত ‘প্রীতিলতা’ সিনেমার প্রথম লুক। এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। আসছে ১০ আগস্ট থেকে এই সিনেমার মাধ্যমে আবার শুটিংয়ে ফিরবেন তিনি।
রশীদ পলাশ পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই সিনেমায় আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।
দ্য ডেইলি স্টারকে পরীমনি বলেন, ‘সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। আমি মনেপ্রাণে চেষ্টা করেছি প্রীতিলতা হয়ে উঠতে। তার কারণ এই নামটা অনেক গৌরবের, অনুপ্রেরণার। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করতে পারা আমার জন্য ভীষণ ভালোলাগার।’
পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার বিনিময়ে আমি শুধু আপনাদের একটা জিনিসই দিতে পারি। আর সেটা হলো ভালো কাজ।’
পরীমনি আরও লিখেছেন, ‘আশা করি ফার্স্ট লুকটি আপনাদের ভালো লাগবে। এই প্রথম একটি পিরিয়োডিকাল সিনেমার ক্যারেক্টর প্লে করছি আমি, এটা আমার জন্য অনেক সম্মানের। ফার্স্ট লুকটি আপনাদের ভালো লাগলেই আমার আর আমার টিমের পরিশ্রম সার্থক হবে।’
তৌকির আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ নামের সিনেমাটি ছিল পরীমনি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা।
Comments