পূজা চেরির 'নাকফুল'

বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের আবেদন চিয়ায়ত। বিশেষ এই গয়নাটির নামে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র।
ফেরারী ফরহাদের গল্পে 'নাকফুল' সিনেমায় অভিনয় করবেন পূজা চেরি। তার সঙ্গে থাকছেন জিয়াউল রোশান। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করছেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরটিভি এই সংবাদ জানিয়েছে।
সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, 'নাকফুল নারীর কাছে বিশেষ অলংকার। নারীদের কাছে এক আবেগের নাম। সিনেমার গল্পটি আমার ভালো লেগেছে। দর্শকের মনে জায়গা করে নেবে এটি। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।'
রোশান বলেন, 'সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।'
পরিচালক আলোক হাসান বলেন, 'ভিন্ন রকমের একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিলেটে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মাণে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে।'
Comments