আবারও করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘ভুল ভুলাইয়া’র একটি স্থিরচিত্র পোস্ট করেছেন।
কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 'ভুল ভুলাইয়া'র একটি স্থিরচিত্র পোস্ট করেছেন।

আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মার্চে এই অভিনেতা প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন। তিনি তখন 'ভুল ভুলাইয়া'র শুটিং শেষ করেছিলেন।

গত মাসে 'ভুল ভুলাইয়া ২' মুক্তি পায়। বক্স অফিস কালেকশন ১৫ তম দিনে কার্তিক আরিয়ানের সিনেমা দারুণভাবে টিকে আছে।

কর্মক্ষেত্রে কার্তিক আরিয়ানকে পরবর্তীতে 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি' এবং সাজিদ নাদিয়াদওয়ালার নাম ঠিক না হওয়া সিনেমাতে দেখা যাবে।

Comments