‘আরআরআর’ সিনেমার মুক্তি ২৫ মার্চ

সিনেমাটির নতুন পোস্টার। ছবি: সংগৃহীত

বহুল প্রতিক্ষীত দক্ষিণী সিনেমা 'আরআরআর' এর মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ আগামী ২৫ মার্চ ঘোষণা করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

প্রথমে চলতি বছরের ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল এসএস রাজামৌলি পরিচালিত এ সিনেমাটির।

করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় মুক্তি পায়নি সিনেমাটি।

এ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ ও জুনিয়র এনটিআর। রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। ক্যামিও চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে।

সিনেমার নতুন একটি পোস্টার শেয়ার করে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

43m ago