ঐশ্বরিয়াকে রেখা’র চিঠি

হয়তো অনেকেই জানেন না, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও রেখার মধ্যে মধুর সম্পর্ক আছে। সেই সম্পর্ক এতোটাই মধুর যে, ঐশ্বরিয়া প্রবীণ এই অভিনেত্রীকে 'রেখা মা' বলে ডাকেন।
বলিউডে যখন ঐশ্বরিয়ার ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ হয়, তখন রেখা তাকে একটি সুন্দর চিঠি লিখেছিলেন। সেখানে তিনি ঐশ্বর্যকে প্রশংসা করেছিলেন।
রেখা লিখেছিলেন, তুমি অনেক দূর এসেছ। অনেক বাধা সহ্যের পর এই অবস্থানে এসেছ। আমি তোমার জন্য গর্বিত। কাজকে ভালোবেসে তুমি তোমার জাদু ছড়িয়ে যাও। ঐশ্বরিয়া রায় বচ্চনের দুই দশক- বাহ! তোমার জন্য আশীর্বাদ ও দোয়া। আমি তোমার মঙ্গল কামনা করি।
জয়ী হও, রেখা মা।
Comments