কাজলের করোনা

বলিউড অভিনেত্রী কাজল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আজ রোববার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ভক্ত এবং অনুসারীদের এ খবর জানিয়েছেন।
তবে, ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট না করে মেয়ে নাইসা দেবগনের ছবি পোস্ট করে কাজল জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
কাজল নিজের ছবি পোস্ট না করার কারণও জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি করোনা পজিটিভ হয়েছে এবং সত্যিই চাই না যে কেউ আমার বর্তমান রুক্ষ নাক দেখুক। তারচেয়ে আসুন আমরা বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসি দেখি। মিস ইউ নাইসা দেবগন।
কাজের দিক থেকে কাজল রেবতী পরিচালিত দ্য লাস্ট হুররে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এদিকে, নাইসা বর্তমানে সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন।
Comments