করোনায় আক্রান্ত কারিনা

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কারিনা কাপুর ছাড়াও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে অভিনেত্রীর বান্ধবী অমৃতা আরোরার। যদিও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
বোম্বে টাইমস জানিয়েছে, বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন কারিনা ও অমৃতা। গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকায় থাকছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন। তারা কয়েক দিন আগে একসঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন।
এছাড়া মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকেও একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। যারা এই দু'জনের সংস্পর্শে এসেছিলেন, তাদের নমুনা পরীক্ষার আহ্বান জানানো হয়েছে।
Comments