কারিনার বাড়ি সিলগালা

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার বান্ধবী অমৃতা আরোরার করোনা পজিটিভ হওয়ার সংবাদ সামনে আসায় কারিনার বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমস'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুম্বাই পৌরসভা (বিএমসি) কারিনার বিরুদ্ধে করোনার স্বাস্থ্যবিধি ভেঙে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, 'কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। উনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি। তিনি কতজনের সংস্পর্শে এসেছেন তা নিশ্চিতভাবে জানতে আমাদের কর্মকর্তারা চেষ্টা করছেন।'

বিবৃতির পর ইনস্টাগ্রামে করিনা কাপুর লিখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমি তা জানা মাত্রই নিজেকে আইসোলেটেড করে নিয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

59m ago