কিং খানের প্রত্যাবর্তন

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান সিনেমার জন্য অপেক্ষায় আছেন ভক্তরা। মহামারির পর বক্স অফিস হিট করতে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাও এটি। এ ছাড়া, দীর্ঘ বিরতির পর পাঠান সিনেমা দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউডের কিং খান।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, যশ রাজ ফিল্মস আজ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারের মুক্তির তারিখ ঘোষণা করেছে।
শাহরুখ খান তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওসহ লিখেছেন, আমি জানি দেরি হয়ে গেছে... তবে তারিখটি মনে রাখবেন... ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে। পাঠান মুক্তি পাচ্ছে- হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।
পাঠান সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে কিং খানের। এ কারণেই তাকে নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেশি। ২০১৮ সালের জিরোর পর এটিই তার প্রথম সিনেমা। রণবীর সিং, ভূমি পেডনেকর, বাদশা, মিকা সিং, বিপাশা বসুসহ অনেক কিং খানকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন।
Comments