জয়া বচ্চন করোনায় আক্রান্ত

বলিউড অভিনেত্রী জয়া বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রবীণ এই অভিনেত্রী বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জয়া বচ্চন করোনা পজিটিভ হওয়ার পর আজ পঞ্চম দিন।
প্রতিবেদনে বলা হয়েছে, জয়া বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর করণ জোহরের 'রকি অউর রানী কি প্রেম কাহানি'র শুটিং স্থগিত করা হয়েছে। তবে প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুটিংয়ে করোনার সব বিধিনিষেধ মেনে চলা হচ্ছে এবং করণ এখনো শুটিং করছেন।
সম্প্রতি, শাবানা আজমি জানান তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। তিনিও বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন।
'রকি অউর রানী কি প্রেম কাহানি' সিনেমাতে আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের সঙ্গে জয়া বচ্চন, ধর্মেন্দ্র এবং শাবানা আজমি অভিনয় করেছেন।
Comments