ফারহান আখতারের নতুন রেকর্ড

বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার অভিনীত 'তুফান' মুক্তি পেয়েছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে। মুক্তির পর থেকেই বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমায় ফারহানের অভিনয়, গল্প, নির্মাণশৈলী প্রশংসিত হচ্ছে। সিনেমাটি মুক্তির এক সপ্তাহে অ্যামাজন প্রাইম ভিডিওর শীর্ষে অবস্থান করছে।
এই সিনেমার সফলতায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ফেসবুকে বক্সিং রিংয়ের একটি ছবি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, 'ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমার ভক্তদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিশ্রম সার্থক মনে করছি।'
রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই সিনেমায় একজন বক্সার হিসেবে অভিনয় করেছেন ফারহান আখতার। আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মৃণাল ঠাকুরসহ অনেকেই।
Comments