বক্স অফিসে সালমান খানের ‘অন্তিম’

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'অন্তিম' মুক্তি পেয়েছে গত ২৬ নভেম্বর। ভারতের প্রায় ৩ হাজার ২০০ সিনেমা হলে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়া ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

প্রথম দিনেরই সাড়ে ৪ কোটি রুপি ব্যবসা করেছে মহেশ মাঞ্জেরকার পরিচালিত সিনেমাটি।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী গতকাল শনিবার সিনেমাটি ব্যবসা করেছে ৬ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের সিনেমা যে পরিমাণ ব্যবসা করে তার তুলনায় এই আয় খুবই কম।

'অন্তিম' শিখ পুলিশ অফিসার 'রাজবীর সিং' চরিত্রটি সালমান ভক্তরা দারুণ পছন্দ করেছেন। সিনেমায় গ্যাংস্টার রাহুলিয়া চরিত্রে সালমানের বোনের স্বামী আয়ুশ শর্মার সঙ্গে তার টক্কর হাততালি পাচ্ছে।

Comments