‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজে ঢাকায় শ্যাম বেনেগাল

শ্যাম বেনেগাল। ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শেষ ধাপের শুটিং শুরু হচ্ছে বাংলাদেশে। সেই শুটিংয়ের জন্য আজ বুধবার ঢাকায় এসেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। সঙ্গে রয়েছে তার টিম।

সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরে মুম্বাই থেকে বাংলাদেশে এসেছেন পরিচালক শ্যাম বেনেগাল ও তার টিম। ২০ নভেম্বর গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে আমাদের ''বঙ্গবন্ধু'' বায়োপিকের শুটিং শুরু হবে।'

'মুজিববর্ষ' উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মী।

Comments