মধ্যরাতে শাহরুখের বাড়িতে সালমান

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেপ্তারের সংবাদ পেয়ে গতকাল রোববার মধ্যরাতে শাহরুখ খানের বাড়ি 'মান্নাতে' ছুটে যান বলিউড ভাইজান সালমান খান।
সেখানে প্রায় একঘণ্টা ছিলেন তিনি। শাহরুখের বিপদে পাশে দাঁড়ানোয় সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সালমান খান বাসায় ছুটে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখের পাশে থাকার কথা লিখেছেন সুনীল শেঠি, পূজা ভাট।
পূজা ভাট টুইট করেছেন, 'শাহরুখ খান, আমি আপনার পাশে আছি। বাজে সময় চলে যাবে।'
সুনীল শেঠি লিখেছেন, 'যখন কোথাও অভিযান চালানো হয়, তখন অনেককে গ্রেপ্তার করা হয়। আমাদের সন্তানদের একটু শ্বাস নিতে দিন।'
Comments