মিস ইন্ডিয়ার মুকুট জিতলেন সিনি শেঠি

কর্ণাটকের মেয়ে সিনি শেঠি এবারের মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন। তাকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০২২ এর মুকুট পরানো হয়। ২১ বছর বয়সী সিনি শেঠির মুম্বাইয়ে জন্মগ্রহণ করলেও তিনি কর্ণাটকের বাসিন্দা।
সিনি শেঠি। ছবি: সংগৃহীত

কর্ণাটকের মেয়ে সিনি শেঠি এবারের মিস ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন। তাকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০২২ এর মুকুট পরানো হয়। ২১ বছর বয়সী সিনি শেঠির মুম্বাইয়ে জন্মগ্রহণ করলেও তিনি কর্ণাটকের বাসিন্দা।

মিস ইন্ডিয়ার মুকুট মাথায় সিনি শেঠি ও দুই রানার আপ। ছবি: সংগৃহীত

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে স্নাতক শেষ এখন পেশাদারী কোর্স সিএফএ করছেন। তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পীও।

সিনি শেঠি। ছবি: সংগৃহীত

রাজস্থানের রুবল শেখাওয়াত ফেমিনা মিস ইন্ডিয়া-২০২২ এর প্রথম রানার আপ নির্বাচিত হন। রুবল রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করেন। তিনি নিজেকে একজন কৌতূহলী শিক্ষার্থী বলে অভিহিত করেন। রুবল নাচ, অভিনয়, চিত্রকলা এবং ব্যাডমিন্টন খেলায় পারদর্শী।

সিনি শেঠি। ছবি: সংগৃহীত

উত্তর প্রদেশের শিনাতা চৌহানের মাথায় উঠেছে ফেমিনা মিস ইন্ডিয়া-২০২২ দ্বিতীয় রানার আপের মুকুট। ২১ বছর বয়সী শিনাতা নিজেকে প্রকাশ করতে, গান শুনতে এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

Comments

The Daily Star  | English

UN General Assembly backs Palestinian bid for membership

The United Nations General Assembly on Friday backed a Palestinian bid to become a full UN member by recognizing it as qualified to join and recommending the UN Security Council "reconsider the matter favorably."

1h ago