সাপে কাটলো সালমান খানকে

বলিউড শীর্ষ অভিনেতা সালমান খানকে সাপে কেটেছে।
আজ রোববার ভোরে মহারাষ্ট্রের রাইগাদ জেলার পানভেলে সালমানের বিলাসবহুল খামারবাড়িতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সালমানকে দ্রুত মুম্বাইয়ের কামোথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।
তবে সেই সাপের বিষ নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগামীকাল সোমবার জন্মদিনের আগে তিনি খামারবাড়িতে ছিলেন। বিশাল এলাকার বাড়িটি জঙ্গলে ঘেরা। সেখানে নানা জাতের গাছ-গুল্ম, পশু-পাখি আছে।
Comments