হৃতিকের সঙ্গে রহস্যময়ী নারী!

বলিউড সুপারস্টার হৃতিক রোশন শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি সুপরিচিত জাপানি রেস্টুরেন্টে ডিনার করতে যান। হৃতিকের জন্য এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু, তিনি যখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন তখন তার সঙ্গে রহস্যময়ী এক নারীকে আবিষ্কার করেছেন পাপারাজ্জিরা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিককে ওই নারীর হাত ধরে রেস্তোরাঁ থেকে বের হয়ে একসঙ্গে গাড়িতে উঠতে দেখা গেছে। এসময় তিনি ওই নারীকে যতটা সম্ভব পাপাাজ্জিদের নজর থেকে রক্ষার চেষ্টা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। এরপরই ওই নারী কে হতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়।
যেহেতু হৃতিকের সঙ্গে থাকা নারী মাস্ক পরা ছিলেন তাই তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভক্তরা বিভিন্ন কমেন্ট করেছেন। এক ভক্ত প্রশ্ন করেছেন, 'হৃতিক স্যারের সঙ্গে ওই মেয়েটি কে?' আরেক ভক্ত লিখেছেন, 'তিনি কে?? !!!'। কিছু উৎসুক ভক্ত হৃতিকের চাচাত বোন পশমিনা রোশনকেও ব্যাকগ্রাউন্ডে দেখেছেন। পরিচালক রাকেশ রোশনের ভাই রাজেশ রোশনের মেয়ে পশমিনা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ব্যবহারকারী ওই নারীর পরিচয় অনুমান করার চেষ্টা করেছেন। তারা ধারণা করছেন তিনি সাবা আজাদ হতে পারেন। একজন তরুণ সংগীতশিল্পী, যিনি সম্প্রতি নাসিরুদ্দিন শাহের ছেলে ইমাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু ভক্ত বা পাপারাজ্জিদের কেউ পুরোপুরি নিশ্চিত ছিলেন না যে এই রহস্যময়ী নারী কে।
কাজের ক্ষেত্রে হৃতিককে পরবর্তীতে অ্যাকশন ফিল্ম 'বিক্রম বেধা'। যা একটি দর্শকপ্রিয় তামিল চলচ্চিত্রের রিমেক। এতে সাইফ আলি খান এবং রাধিকা আপ্তেও অভিনয় করেছেন। এছাড়াও, হৃতিককে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'ফাইটার' এ দেখা যাবে।
Comments