১০০ কোটির ক্লাবে রাম চরণ!

রাম চরণ। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণি সিনেমার মেগা পাওয়ার স্টার রাম চরণ ১০০ কোটি রুপির একটি সিনেমাতে চুক্তি করেছেন। বহু প্রতীক্ষিত আরআরআর পর্দায় আসার আগেই এই চুক্তি করেছেন তিনি। তবে, এখনো সিনেমাটির নাম জানা যায়নি।

আজ শুক্রবার ভারতীয় সংবাদ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিঃসন্দেহে ভারতীয় সিনেমা বিশ্বের অন্যতম বড় শিল্প এবং অনেকেই জানেন বলিউডের কয়েকজন অভিনেতা একচেটিয়াভাবে ১০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত। আমরা জানতে পেরেছি, আরও একজন তারকা এই ক্লাবে প্রবেশ করেছেন। নির্ভরযোগ্য সূত্র আমাদের জানিয়েছে, মেগা পাওয়ার স্টার রাম চরণ ১০০ কোটি রুপির একটি সিনেমাতে চুক্তি করেছেন।

রাম চরণ গত কয়েক মাস ধরে ভারতীয় সিনেমায় ট্রেন্ডিং। কারণ, তিনি বেশ কিছু বড় প্রজেক্টে কাজ করছেন। এরমধ্যে আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে আরআরআর। ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে আচার্য। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে আরসি ১৫। আরসি ১৫-তে তার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago