১৯ আগস্ট আসছে অক্ষয় কুমারের ‘বেল বটম’

অক্ষয় কুমারের 'বেল বটম' সিনেমাটি গত বছরের জুনে মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে এতদিন তা আটকে ছিল। সব অপেক্ষা শেষে আগামী ১৯ আগস্ট মুক্তির কথা বলা হচ্ছে।
গতকাল সোমবার ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার এক টুইট বার্তায় সিনেমাটির মুক্তির ঘোষণার ইঙ্গিত দিয়ে লিখেছেন, 'আসছে ১৯ আগস্ট রোমাঞ্চে ভরপুর থ্রিলারটা মনের অনুভূতি দিয়ে উপভোগ করতে হবে।'
রণজিৎ এম তিওয়ারি পরিচালিত স্পাই থ্রিলার 'বেল বটম'-এ অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন বাণী কাপুর, লারা দত্ত, হুমা কুরেশি প্রমুখ।
একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে 'বেল বটম'। এর আগে অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে তেমন ব্যবসা করতে পারেনি।
Comments