২১ ফেব্রুয়ারি ফারহান-শিবানীর বিয়ে!

ফারহান আখতার দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্ডেকারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। প্রায় ৪ বছর ধরে তারা বন্ধুত্বের সম্পর্কে আছেন। তবে, এবার সেই সম্পর্ককে পরবর্তী ধাপে নিতে প্রস্তত দু'জন। শোনা যাচ্ছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, তারা কিছুদিন ধরে বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং অবশেষে এই সম্পর্ককে পরবর্তী পর্যাযে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১ ফেব্রুয়ারি তাদের সম্পর্ক একটি নতুন মোড় নেবে। সেদিন সারাজীবনের জন্য একে অন্যের সঙ্গী হওয়ার আনুষ্ঠানিক শপথ নেবেন তারা।
কাজের ক্ষেত্রে ফারহান বর্তমানে তার পরিচালিত 'জি লে জারা' সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। এতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট। জানা গেছে, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে সিনেমাটির শুটিং শুরুর কথা আছে এবং আগামী বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
Comments