বাবার মুখ প্রথমে মনে এসেছে: আফজাল হোসেন

আফজাল হোসেন। ছবি: স্টার

অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২২ সালের একুশে পদক পেয়েছেন খ্যাতিমান অভিনয়শিল্পী আফজাল হোসেন।

আজ বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

মর্যাদাপূর্ণ এই পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই খবরটা জানার পর সবাই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এটা আমার জন্য অসম্ভব ভালোলাগার একটা ব্যাপার। অনেকে বলছেন, এতদিন কেন পাইনি, আরও আগেই পাওয়া উচিত ছিল। এসব নিয়ে আসলে আগে ভাবিনি। এতোকিছু ভেবে তো আর অভিনয় করিনি। এতদিন ভালোবেসে শুধু এটা করে গেছি।'

দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী জানান, পদক পাওয়ার খবর শুনে তার বাবার কথাই প্রথমে মনে এসেছে। তিনি বলেন, 'আমার বাবা আমার অভিনয়, আঁকাআঁকি নিয়ে তেমন একটা খুশি ছিলেন না। কিন্তু একটা স্যুটকেসে তিনি আমার ছবিসহ সব সংবাদ সংরক্ষণ করে রেখেছিলেন। আমার বাবা জানতে পারলে খুব ভালো লাগতো। বাবা এখন বেঁচে নেই। আর মা বেঁচে থাকলেও এই খবর জানার অবস্থায় নেই।'

জনিপ্রয় এই অভিনয়শিল্পীর কাছ থেকে জানা যায়, পদক প্রাপ্তির সংবাদটি তিনি পান শাইখ সিরাজের কাছ থেকে। আর প্রথমে তাকে শুভেচ্ছা জানান বন্ধু ফরিদুর রেজা সাগর।

সংগীত, অভিনয় ও নৃত্যে এ বছর একুশে পদক প্রাপ্তদের তালিকায় আরও আছেন মাসুম আজীজ (অভিনয়), জিনাত বরকতউল্লাহ (নৃত্য), মাহমুদুর রহমান বেণু (সংগীত), ইকবাল হোসেন (সংগীত), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর, সংগীত), খালেদ মাহমুদ খান (মরণোত্তর, সংগীত)।

Comments