বাসায় কয়েকদিন বিশ্রামে থাকবেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনি কয়েকদিন তার বনানীর বাসায় বিশ্রামে থাকবেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন না তিনি।
আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে পরীমনির নানা শামসুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
পরীমনির নানা শামসুল হক বলেন, 'বাসায় ফিরে আগামী কয়েকদিন একটু বিশ্রামে থাকুক। কারো সঙ্গেই কোনো কথা বলবে না পরীমনি। ওর মানসিক অবস্থা এখনও ততোটা ভালো না। সবকিছু যেন ঠিক হয়ে যায়।'
জামিনে মুক্ত হয়ে আজ সকাল ৯টা ৩৬ মিনিটে কাশিমপুর কারাগার থেকে বের হন পরীমনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার ২৬ দিন পর জামিন পান এই নায়িকা।
Comments