ভাঙনের পথে মৌসুমী-ওমর সানীর সংসার?

মৌসুমী ও ওমর সানী। ছবি: স্টার

চিত্রনায়িকা মৌসুমীর অডিও বার্তা সংবাদমাধ্যমে আসে গতকাল সোমবার। এরপর থেকেই মিডিয়ায় গুঞ্জন—তবে কী ভাঙনের পথে মৌসুমী-ওমর সানীর সংসার?

এই দম্পতির দীর্ঘ ২৭ বছরের সংসার, সন্তান, ক্যারিয়ার নিয়েও অনেক আলোচনা চলছে। মৌসুমী কেন স্বামী ওমর সানীর বিপরীতে এমন বক্তব্য  রাখলেন, সেটা নিয়েও চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। মৌসুমীর এত দিনের অর্জন শেষ—এমন কথাও বলছেন অনেকে।

মৌসুমী কেন জায়েদ খানের পক্ষে অডিও বার্তা দিলেন? তবে কী জায়েদ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে?—এমন প্রশ্নও তুলেছেন অনেকে। স্বামী ওমর সানীকে কেন ভাই ডাকলেন মৌসুমী। তবে কী স্ক্রিপ্টে 'ভাই' লেখা ছিল, সেটা দেখে কারো চাপে শুধু পড়ে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভাই' বিষয়টি নিয়ে ট্রল করছেন অনেকেই।

অনেকে বলছেন, মৌসুমী একজন খ্যাতিমান অভিনেত্রী, ওমর সানী একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক। তাদের মতে, রাগে-ক্ষোভে বিয়ের অনুষ্ঠানে গিয়ে জায়েদ খানকে চড় মারার বিষয়ে মিডিয়ায় অভিযোগ না দিয়ে নিজেরাই  সমাধান করতে পারতেন তারা।

এখানে ওমর সানীর মনো বেদনার কথা বলেছেন অনেকে। গত ৪ মাস একই বাসায় থেকেও স্ত্রী মৌসুমীর সঙ্গে কথা বন্ধ, মনোমালিন্য চলমান। সেই রাগ, অভিমান, ক্ষোভ থেকে ওমর সানী এমন করেছেন—মন্তব্য অনেকের।

গতকাল বিকালে মৌসুমী-ওমর সানীর বড় ছেলে ফারদিন মৌসুমীর অডিও বার্তা নিয়ে মুখ খুলেছেন। জায়েদ খানকে 'রাস্তার ব্যাঙ' বলেছেন তিনি। তবে ফারদিনকে এসবে না জড়ানো উচিত ছিল বলেও মন্তব্য করেছেন অনেকে।

মৌসুমী-ওমর সানীর মধ্যকার চলমান সংকট নিয়ে জ্যেষ্ঠ শিল্পী, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নিজেদের মধ্যে আলোচনা করে একটা সঠিক সমাধান দিতে পারতেন। কেননা, ওমর সানি বলেছেন দু-একজনকে তিনি এই অভিযোগ আগেই জানিয়েছিলেন।

মৌসুমী-ওমর সানীকে মিডিয়ার সুখী দম্পতির তালিকায় রাখা হয়। সেখানে কিছুটা দাগ লেগে গেল বলে মন্তব্য অনেকের। সবকিছুর সমাধানের জন্য এখন অপেক্ষা করতে হবে কিছুদিন।

এই ঘটনার সূত্রপাত হয় গত ১০ জুন। ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে চড় মারেন ওমর সানি। এ সময় জায়েদ খান নাকি রেগে কোমর থেকে পিস্তল বের করে সানীকে গুলি করার হুমকি দেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

গত ১২ জুন শিল্পী সমিতির সভাপতি বরাবর ওমর সানি লিখিত অভিযোগ দিয়েছেন জায়েদ খানের বিরুদ্ধে। সেখানে তিনি তার সংসার ভাঙার চেষ্টা ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ আনেন।

১৩ জুন মৌসুমী গণমাধ্যমে অডিও বার্তা দিয়ে দাবি করেছেন, 'ওমর সানী মিথ্যা বলেছেন। জায়েদ ভালো ছেলে। জায়েদের খুব একটা দোষ নেই।'

মৌসুমীর এই বক্তব্যের পর থেকেই চারিদিকের একই প্রশ্ন—তবে কী ভাঙনের পথে মৌসুমী-ওমর সানীর সংসার?

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago