ভোট দিয়েছেন আসাদুজ্জামান নূর

দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর। কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
আজ শুক্রবার এসেছিলেন অভিনয় শিল্পী সংঘের নিবাচনে ভোট দিতে। ভোট দেওয়ার পরে শিল্পীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বাসায় ফিরে যান এই অভিনেতা।
ভোট দেওয়ার পরে তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। যে-ই জয়ী হবে, অভিনয় শিল্পী সংঘের জয় হবে। এখানে কোনো বিভেদ নেই।
তিনি আরও বলেন, শিল্পীরা কতটা বিনয়ী তা এই নিবাচনে উদাহরণ হয়ে থাকবে।
Comments