‘মাফিয়া’র ভেতরের গল্প

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি করছেন 'মাফিয়া' নামের একটি ওয়েব সিরিজ। এটি ১৫০ পর্ব পর্যন্ত দর্শকরা দেখতে পাবেন। মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে আবার নতুন করে শুটিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজটির। শাহীন সুমনের গল্পে 'মাফিয়া'র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এই ওয়েব সিরিজে অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ। এবার নতুন করে যোগ দিয়েছেন মাহিয়া মাহি, মিশা সওদাগর, ইমন ও আঁচল আঁখি।
পরিচালক শাহীন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ওয়েব সিরিজের গল্প ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড নিয়ে রচিত হয়েছে। অনেকজন মাফিয়ার গল্প উঠে এসেছে এই ওয়েব সিরিজে। সিনেমা আর নাটকের তারকা শিল্পীদের সমন্বয় ঘটিয়েছি। ব্যতিক্রম কিছু হবে বলে আমার বিশ্বাস। আন্ডারওয়ার্ল্ডের ভেতরের অনেক ঘটনা উঠে এসেছে মাফিয়াতে।'
মাহিয়া মাহি ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘ বিরতির পর "মাফিয়া" নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করছি। শাহীন সুমনের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা সবসময় আমার জন্য আনন্দের। তার সঙ্গে সিনেমা করেই নায়িকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল। এবার ওয়েব সিরিজ করছি। আশা করছি ভালো লাগবে সবার।'
ইমন ডেইলি স্টারকে বলেন, 'এখানে আমি নব্বই দশকের এক তরুণের চরিত্রে অভিনয় করছি। প্রথমবারের মতো মাহিয়া মাহির সঙ্গে পুরোদমে অভিনয় করছি। আশা করছি ভালো একটা কিছু হচ্ছে। দর্শক নতুন কিছু পাবে বলে মনে করি।'
Comments