মাহির বদলে পরীমনি

চয়নিকা চৌধুরী পরিচালিত 'কাগজের বউ' ওয়েব ফিল্মে মাহির বদলে অভিনয় করছেন পরীমনি।
গতকাল শুক্রবার থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শুটিংয়ে অংশ নেননি এই চিত্রনায়িকা।
সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার আগে এই ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহি। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শুরুর একদিন আগে জানান ওয়েব ফিল্মে অভিনয় করতে পারছেন না তিনি।
শেষ মুহূর্তে মাহির বদলে এই চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
চয়নিকা চৌধুরী বলেন, 'আমাকে বাঁচিয়ে দিয়েছে পরীমনি। অনেক বিপদে পড়েছিলাম। হাসপাতাল থেকে এসে আমার শুটিংয়ে অংশ নিয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা পরীমনির প্রতি। পরীমনির বিপরীতে অভিনয় করছেন ডিএ তায়েব ও ইমন।'
Comments