মুক্ত পরীমনি বাসায়

চিত্রনায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে তার বনানীর বাসায় পৌঁছেছেন।
আজ বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান। পরীমনির সঙ্গে তার পরিবারের সদস্য ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত আছেন।
পরীমনির খালু মোহাম্মদ জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বনানীর নিজ বাসা থেকে গত ৪ আগস্ট আটক হন পরীমনি।

এর আগে, দুপুর ১২টা ১০ মিনিটে পরীমনির নানা শামসুল হক ডেইলি স্টারকে জানান, বাসায় ফিরে আগামী কয়েকদিন বিশ্রামে থাকবেন পরীমনি। কারো সঙ্গেই কোনো কথা বলবেন না তিনি। পরীমনির মানসিক অবস্থা এখনও ততোটা ভালো না।
জামিনে মুক্ত হয়ে আজ সকাল ৯টা ৩৬ মিনিটে কাশিমপুর কারাগার থেকে বের হন পরীমনি।
Comments