রণবীর সিংয়ের ভক্ত হয়ে গেছেন বিরাট কোহলি

বলিউডের বহুল প্রতিক্ষীত '৮৩' সিনেমাটি মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর, শুক্রবার। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ১৪ কোটি টাকা। সিনেমায় কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।
কপিল দেবের চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় দেখে তার ভক্ত হয়ে গেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিরাট কোহলি তার টুইটারে লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক মুহূর্তটিকে এর চেয়ে ভালোভাবে রিলিভ করা যেত না। একটি চমত্কারভাবে তৈরি সিনেমা। যা আপনাকে ১৯৮৩ সালের বিশ্বকাপের ঘটনা এবং আবেগের মধ্যে নিমজ্জিত করে। পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স। কপিল দেবের ভূমিকায় রণবীর নিজেকে ভিন্ন স্তরে নিয়ে গেছেন। দুর্দান্ত অভিনয়ে মন ছুঁয়ে গেছে। তার ভক্ত হয়ে গেছি।'
সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। কবীর খান পরিচালিত সিনেমায় কপিল দেবের চরিত্রে আছেন রণবীর সিং। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
Comments