‘রাজপরীর বিয়ের ছবির জন্য এই আয়োজন’

চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজের গায়ে হলুদের ঘরোয়া অনুষ্ঠান হয়েছে শুক্রবার রাতে। গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছেন পরীমনি।
আজ শনিবার রাত সাড়ে ১১টায় ঘরোয়াভাবে বিয়ে অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি, ডি এ তায়েব ও রাজপরীর পরিবারের কাছের মানুষজন।

পরীমনির স্বামী অভিনেতা শরীফুল রাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যখন আমরা বিয়ে করি তখন দুই পরিবারের অল্প কয়েকজন উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আয়োজন হচ্ছে। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে বলতে গেল সেই পরিকল্পনার বাস্তাবায়ন হচ্ছে। যখন বিয়ে হয় তখন আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি। রাজপরীর বিয়ের ছবির জন্যই এই আয়োজন।'

গত ১০ জানুয়ারি পরীমনি ও শরিফুল জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে তারা করেছেন এবং সন্তানের বাবা-মা হতে চলেছেন।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম 'গুনিন'-এ অভিনয় করতে গিয়ে তাদের প্রেম। তারপর বিয়ে করেন পরী-রাজ।
Comments